• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি’


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৯:১৫ পিএম
‘ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি’

সব দলের সহযোগিতায় আগামীতে যে কোনো নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের কাজ হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক আমাদের দায়িত্ব আইনের আলোকে সকল দলের অংশ গ্রহণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করা। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।”

ইভিএমের বিষয়ে তিনি বলেন, “ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলব।”

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো চারদিনের সফরে চট্টগ্রাম আসেন সিইসি। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

এর আগে চারদিনের সফরে কাজী হাবিবুল আওয়াল শুক্রবার দুপুরে ঢাকা থেকে সড়ক পথে নিজ জন্মস্থান চট্টগ্রামে এসে পৌঁছেন।

প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পর এই প্রথমবারের মতো নিজের এলাকা সন্দ্বীপ যাচ্ছেন তিনি। সেখানে তিনি দুইদিন অবস্থান করে স্মার্টকার্ড বিতরণ ও নিজেদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করবেন এবং এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।

জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর পর আগামীকাল ১৯ মার্চ তার নিজ এলাকায় যাচ্ছেন সরকারি কর্মসূচির অংশ হিসেবে। সেখানে স্মার্টকার্ড বিতরণের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বলা হলেও নিজবাড়ি সারিকাইত ইউনিয়নের কাজী বাড়িতে দুইদিন রাত্রিযাপন করবেন তিনি। তার সন্দ্বীপ আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

Link copied!