পাবনার বেড়া উপজেলায় সাবেক সংসদ সদস্যের বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে রাখা পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাপসাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো উপজেলার নাটিয়াবাড়িয়া ২৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চরকান্দি গ্রামের দিলীপ কুমার সূত্রধরের ছেলে অভি (১০) এবং মেয়ে মন্দিয়া (৮)।
প্রত্যক্ষদর্শী জানান, অভি ও মন্দিয়া বেলা ১২টার দিকে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তার বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে আগে থেকেই পুঁতে রাখা ২টি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। তাদের চিৎকারে লোকজন ছুটে আসে। বোমার আঘাতে দুই শিশু ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে দ্রুত তাদের হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাবনা জেনারেল হাপসাতালে পাঠানো হয়েছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার এবং আহত দুই শিশুর খোঁজ খবর নেওয়া হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে বোমা রেখেছিল বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমাকে ভয়ভীতি প্রদর্শনে আমার বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আমি অবিলম্বে এই বোমা হামলাকারীদের খুঁজে বের করে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
আজিজুল হক আরজু আরও বলেন, “ইতিপূর্বে পুরান ভারেঙ্গা ইউনিয়ন চেয়ারম্যন রফিকুল্লাহর বাড়িতে গুলির ঘটনা ঘটে। যদি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিলে এমন ঘটনা পুনরায় সংঘটিত হওয়ার সুযোগ ছিল না বলে আমি মনে করি।”