বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার কাদিরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফিরোজ ঢালী (৪০)। আহতরা হলেন আওরঙ্গজেব (৪২), হানিফ (৩৮) ও আকরাম ঢালী (৪৭)। নিহত ও আহতরা সকলেই আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামুর দেহরক্ষী ও সহযোগী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জামিল হাসান জামু, ফিরোজ ঢালী ও অপর তিনজন দুইটি মোটরসাইকেলে সকালের দিকে বাহিরে বের হয়েছিলেন। সকালে সাড়ে ১০টার দিকে জামুকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে ফিরোজসহ চারজন কাদিরখোলা এলাকায় বাড়ির দিকে যাচ্ছিল। এ সময়ে আওয়ামী লীগ নেতা হোসেনের ৩০/৪০ জন সমর্থক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নামিয়ে তাদের বেধম মারপিট করে তারা। তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামপাল ঝনঝনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে ফিরোজ মারা যান।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন জানান, কাদিরখোলা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ফিরোজ ঢালী নামের একজন মারা গেছে।