• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১২:১৬ পিএম
বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। সরকারের ১১ দফা বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। সরকার সংক্রমণ রোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা মানা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে। তবে লকডাউন দিলে দেশের ক্ষতি তাই আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।"

মন্ত্রী বলেন, "প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে।"

এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। 

Link copied!