• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আলোর উৎসবে মাতল সিলেট


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৮:৪২ এএম
আলোর উৎসবে মাতল সিলেট

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২১ মার্চ) এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

আনন্দের এ লগ্নে উৎসবে শামিল হলো সিলেটও। শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে বিদ্যুৎ বিভাগ, সিলেটের আয়োজনে আলোর উৎসব শুরু হয় সোমবার বিকেল সাড়ে ৪টায়।

সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, আলোক প্রক্ষেপণ, লেজার শো ও আতশবাজি। রাতে কমপ্লেক্স মাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশারফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেজানূর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক মামুনুর রশীদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আবদুল কাদির ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের এনডিসি রেহানা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জসিম উদ্দিন।

Link copied!