নড়াইল সদর উপজেলায় লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শেখ মনির হাসান প্রমুখ।
কৃষক প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে আবেদনকৃত ৩৮৯ জন কৃষক নির্বাচিত হন। এ বছর প্রতি মণ ধান ১ হাজার ৮০ টাকা এবং ১ হাজার ৬০০ টাকা মণ চাল কিনবে সরকার।
২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জনপ্রতি কৃষক ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবে। আমন মৌসুমে নড়াইল সদর উপজেলায় ১ হাজার ১৪৯ মেট্রিক টন ধান এবং ৯৪৯ মেট্রিক টন চাল কেনা হবে।