বৃষ্টি উপেক্ষা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অষ্টমবারের মতো মানিকগঞ্জে আলপনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে শহীদ রফিক চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে এ আলপনা উৎসবের অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে আলপনা উৎসবে মানুষের ঢল নামে। সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত শহীদ রফিক চত্বর থেকে বিজয় মেলা মাঠ পর্যন্ত সড়কে বিভিন্ন স্থানে আলপনা করা হয়।
আলপনা চলাকালীন শহীদ রফিক মুক্তমঞ্চে চলতে থকে গণসংগীত, আবৃত্তি, পথনাটক ও আলোচনা।
আলপনা উৎসব উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম আরজু, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসাইন খান ও উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সুইট।
আলপনা উৎসবে সভাপতিত্ব করেন উদীচীর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক আরশেদ আলী।
উদীচী জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সুইট জানান, আমাদের ভাষা ও সংস্কৃতির লড়াইয়ের গৌরবময় জয়যাত্রা ও একুশের চেতনাকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে এই আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে।