• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ১২:২৭ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে পূর্ব এনায়েতনগরে এ ঘটনা ঘটে।

আহতদের বরিশাল, শরীয়তপুর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আপাং কাজী ও কবির খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের বাঁ পা কেটে নিয়ে আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা। এর জেরে শনিবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল জানান, পূর্ব এনায়েত নগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Link copied!