• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্র, ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০২:৪৯ পিএম
অস্ত্র, ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা হলো ৩ নম্বর ক্যাম্পের ব্লক ‘বি’ এর কবির আহামদের ছেলে নুর হোসেন, আবদুল করিমের ছেলে আলী হোসেন, ব্লক ‘জি’ এর আবদুল কাদেরের ছেলে ছালেহ নুর কাদের, ব্লক ‘এ’ এর তোফায়েল আহামদের ছেলে মোহাম্মদ হাসান, ব্লক ‘সি’ এর ছৈয়দুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু ছৈয়দ। তাদের কাছ থেকে ইয়াবাসহ অস্ত্র পাওয়া যায়।

১৪ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এবং ডাকাতির প্রস্তুতিকালে এসব রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!