• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৮:৫৫ পিএম
অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি চাকু, দুটি জিআই পাইপ এবং সাতটি মোবাইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। এরআগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ ক্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার আব্দুল ছাত্তারের ছেলে মো. রিপন (৩১), রসুলবাগ এলাকার মো. সেলিমের ছেলে মো. রিয়াজ (৩০), মৌচাক এলাকার মো. মহাসিনের ছেলে মো. নুর ইসলাম (২৭), আজিবপুর হাউজিং এলাকার স্বপন মিয়ার ছেলে মো. শরিফ (২২), কানাপট্টি এলাকার মো. দয়াল গাজীর ছেলে মো. আল আমিন (২১), মুক্তিনগর এলাকার মো. আলম হোসেনের ছেলে মো. আসিফ (১৮) এবং মুক্তিনগর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সোহান শেখ (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃতরা ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে রসুলবাগ ক্যানেল এলাকায় অবস্থান করেছিল। তারা নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় দলবদ্ধ হয়ে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Link copied!