• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১২:১৭ পিএম
অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ আব্দুল জব্বার (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

রোববার (২ জানুয়ারি) ভোরে উপজেলার ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল জব্বার উখিয়া ৬ নম্বর ক্যাম্পের সি ব্লকের আব্দুল কুদ্দুসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুপার নাঈমুল হক।

নাঈমুল হক জানান, ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Link copied!