• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্রসহ পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৩:০৪ পিএম
অস্ত্রসহ পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

বগুড়ায় বার্মিজ চাকু, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ ৫ শিক্ষার্থী‌কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের ভাটকান্দি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন শহরের সেউজগাড়ী এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ইসতিয়াক ইব্রাহিম ইমন (২০), একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন বাঁধন (২৫), ঠনঠনিয়া স্টাফ কোয়ার্টার এলাকার ফিরোজ পশারী রানার ছেলে পারভেজ পশারী (২০), পুরান বগুড়া এলাকার আয়নুল হকের ছেলে আহসান হাবিব বাবুল ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসরাম তানিম।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পুলিশ দুইটি বড় আকারের ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু, পাঁচটি পটকাসহ তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তাররা প্রত্যেকেই শিক্ষার্থী। গতকাল রাতে ঘটনাস্থলে ১০/১২ জনের একটি চক্র অস্ত্রসহ সমবেত হয়ে অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছিলো। বিষয়টি পুলিশ জানতে পেরে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো। 

সোমবার তাদের আদালতে পাঠানো হবে। তাদের রিমান্ডের জন্য আবেদন করা হবে। রিমান্ডে নিলে তাদের সংঘবদ্ধ হওয়ার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। 

Link copied!