ফরিদপুরের মধুখালী উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ফরিদপুর সদরের বিশ্বাসডাঙ্গী এলাকার আমিরুল শেখ (৩০) ও মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর এলাকার মৌসুমী আক্তার শামিমা (২৫)।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, পৌরসভার টিএন্ডটি মোড় এলাকার একটি ফ্লাট বাসায় অসামাজিক কার্যকলাপের সময় তাদের আটক করা হয়। আটকদের দুপুরে কোর্টে পাঠানো হয়েছে।