কোন প্রকার আর্থিক অনুদান বা প্রকল্প পাশ হওয়ার অপেক্ষা না করেই নিজস্ব অর্থায়নে নগরবাসীর সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
বরিশাল সিটি কর্পোরেশন’র সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ভৌত ও অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা নিশ্চিত করে টেকসই উন্নয়নে কর্মপরিকল্পনার ভিত্তিতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট, ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ কাজ করে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
কর্পোরেশন সূত্রে জানা যায়, বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণ করার পর ওয়াবদা কলোনীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত টর্চারসেল ও বাঙ্কারকে পার্কে রূপান্তরের রূপরেখা পরিবর্তন করে “মুক্তিযুদ্ধ যাদুঘর ট্রাস্ট” করেছেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ ও বরিশাল সংস্কুতিক সংগঠন সমন্ময় পরিষদ-এর সহযোগিতায় টর্চারসেল এবং বাঙ্কার সংরক্ষণ করেছেন। যা বর্তমানে বরিশালের শহীদ মুক্তিযোদ্ধাদের একমাত্র দর্শনীয় স্থান।
এছাড়াও নাগরিক উন্নয়নে মেয়র নগরীর বর্ধিত এলাকা “সাউথ এ্যাপোলো হাসপাতাল” সংলগ্ন পানির নতুন সংযোগ লাইন স্থাপনের কাজ করছেন। একই সাথে ধর্মপ্রান মুসল্লীদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে “বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন”-এর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
বরিশাল সিটি কপোরেশনের সীমানা বৃদ্ধি করা, নদীর তীরে পর্যটন শিল্প, শহর রক্ষা বাঁধ এবং আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, নগর অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন মোকাবেলায় শহর রক্ষা বাঁধ, সমন্বিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা এবং নগরীর বস্তি’বাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছে বিসিসি মেয়র।
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, "বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার পর নগরীতে বেশ কিছু উন্নয়ন কাজ জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার করা হয়েছে।"
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, "আমি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। আমি চাই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে। বরিশাল নগরীকে একটি আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নগর বাসির সহযোগিতায় এটি সম্ভব। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।"
মেয়র আরও বলেন, "বরিশাল নগরীকে আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বেশ কিছু প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, খুব শিগগিরই সেগুলোর অনুমোদন হয়ে যাবে।"