অনিয়ম আর দুর্নীতি যেন রেলওয়ে ট্রেনিং একাডেমীর নিয়মে পরিণত হয়েছে। দেশের একমাত্র রেলওয়ে ট্রেনিং একাডেমী চট্টগ্রামের হালিশহরে।
প্রতিষ্ঠানটিকে অনিয়ম এমনভাবে পেয়ে বসছে ট্রেনিং খাতায় নাম থাকলেও ক্লাসে নেই প্রশিক্ষণার্থী। অবাক করা বিষয় হলো তবু যথারীতি হাজিরা খাতায় দেখা যায় হাজিরা !
সোমবার (৬ ডিসেম্বর) ট্রেনিং শেষে পরীক্ষা শুরু হলে রেলশ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকতার আলীসহ তিন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। অথচ প্রশিক্ষণ চলাকালীন রেল আকতার আলী চট্টগ্রামে প্রশিক্ষণ চলাকালীন ছিলেন রাজশাহীতে। এ সময় তিনি অংশ নিয়েছেন তার বিভিন্ন কর্মকাণ্ডে। এসবের ছবিও প্রকাশ করেছেন তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে।
ট্রেনিং তালিকায় নাম আছে, বাস্তবে ট্রেনিংয়ে নেই আকতার হোসেন ও মোহাম্মদ সাব্বির হোসেন। ট্রেনিংয়ে তালিকায় নাম থাকলেও তারা ছিলেন রাজশাহীতে।
জানা যায়, ২০ জন সদস্যের ট্রেনিং বাবদ রেলওয়ে কয়েক লক্ষ টাকা ব্যয় করেছে। এরপরও ট্রেনিংয়ে উপস্থিত না থাকা ব্যক্তিদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ যারা দিয়েছেন তারা বড় ধরণের অনিয়ম করেছেন বলে মনে করছে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা ।
এ বিষয়ে ট্রেনিং একাডেমীর রেক্টর মনির হোসেন বলেন, “ঠিক আছে; ব্যাপারটা আমি তদন্ত করে দেখছি।”