• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

‘অতীত যাচাই-বাছাই করে নতুন কর্মী নির্বাচন’


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৭:০৭ পিএম
‘অতীত যাচাই-বাছাই করে নতুন কর্মী নির্বাচন’

নতুন কর্মী বাছাইয়ের ক্ষেত্রে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং কোন পরিবার থেকে কিভাবে আসলো তা যাচাই-বাছাই করে তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন।

তিনি আরও বলেছেন, “সামনে আমাদের কিন্তু বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কোনটা জনগণ আমাদের শক্তি।”

শুক্রবার (৪ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন মন্ত্রী।

নুরুল ইসলাম সুজন আরও বলেন, “আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত, সাম্প্রদায়িক এই শক্তি কিন্তু এখনো সক্রিয় আছে। ছাত্র শিবিরের কর্মকাণ্ড এখন দেখছি না, এখন তারা সক্রিয় নাই। কিন্তু এই জামায়াতের লোকজন বিভিন্নভাবে দলে ঢোকার জন্য সক্রিয় আছে।”

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন প্রমুখ।

Link copied!