• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

অতিরিক্ত তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০২:১৯ পিএম
অতিরিক্ত তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মেলান্দহে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৪ মার্চ) সকালে মেলান্দহ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজারে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভাণ্ডারে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। তারা দুইজন তেল ব্যবসায়ী হলেও তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল থাকায় তপু এন্টারপ্রাইজের সত্বাধিকারী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভাণ্ডারের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Link copied!