কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টের হাজির বাড়ি এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, “আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।”
আনোয়ারুল ইসলাম আরও বলেন, “সকালে স্থানীয়রা ব্রিজের নিচে লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
অজ্ঞাতপরিচয় ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কোনো এক সময় তাকে হত্যা করে ব্রিজের নিচে রেখে গেছে দুর্বৃত্তরা।”
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।