সময় সুযোগ পেলে অনেকেই ছুটে চলে বিভিন্ন জায়গায়। অনেকে আবার অনেক সময় ধরে পরিকল্পনা করে বের হোন। পাহার থেকে সমুদ্র ঘুরে বেড়ানোর জন্য যেখানেই যান না কেন কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। নয়ত ভ্রমণের আনন্দে ভাটা পড়তে পারে। তাই ভ্রমণকে আনন্দময় করে তুলতে রইল কিছু টিপস-
যেখানেই বেড়াতে যান না কেন আগে থেকে সেই জায়গা সম্পর্কে জেনে নিন। কোথায় থাকবেন, কী কী করবেন সেগুলো আগে থেকে ঠিক করে নিন। এতে ভ্রমণের খরচ বাঁচবে।
ভ্রমণের সময় কী কী করবেন সে সম্পর্কৃত একটি পরিকল্পনা করে নিন। কোথায়, কখন যাবেন, কী কী করবেন সেগুলো নিয়ে একটি পরিকল্পনা করে নিলে এবং সেভাবে সময় কাটালে সময় বাঁচবে।
যেখানেই বেড়াতে যান না কেন লাগেজ যতটা সম্ভব হালকা রাখুন। এতে খুব সহজেই ব্যাগ বহন করতে পারবেন। এতে পাহাড় বা জঙ্গল সব জায়গাতেই ভ্রমণ উপভোগ্য হবে।
যেখানে বেড়াতে যাবেন সেই জায়গার খাবার সম্পর্কে আগে থেকেই পারলে খোঁজ নিন। তবে যারা খাবারের স্বাদ বুঝতে চান তারা অবশ্যই স্থানীয় খাবার খাবেন।
অফ সিজনে পর্যটক কম থাকে যার কারণে হোটেল থেকে শুরু করে পরিবহন ও খাবার প্রায় সব জায়গাতেই খরচ কম হয়। তাই অফ সিজনে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন।
ভ্রমণে মোবাইল, মানিব্যাগ ও ছোট ছোট দরকারি জিনিসপত্র রাখার জন্য ওয়াটার প্রুফ ছোট একটি ব্যাগ সঙ্গে রাখুন।
ভ্রমণে গেলে মোবাইল বা অন্য যে ডিভাইস সঙ্গে থাকবে তার চার্জার নিতে ভুলবেন না। পাওয়ার ব্যাংক হলে সবচেয়ে ভালো হয়। রুমের বাইরে যাবার সময় পাওয়ার ব্যাংকটি সঙ্গে নিতে পারেন। ছবি তোলার ক্ষেত্রে মোবাইলের চার্জ অনেক বেশি খরচ হয়। তাই পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা নিরাপদ।