আড়াই দিনে টার্গেট ছিল ৫১৫

প্রথম টেস্টে দ্রুত রান তোলার চেষ্টার খেসারত দিল বাংলাদেশ

তারিক আল বান্না প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১১:৫৬ এএম
উইকেট লাভের পর অশ্বিনকে ঘিরে ভারতীয় সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত

চেন্নাইয়ে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক ভারত।  ভারত  দুই ইনিংসে ৩৭৬ ও ২৮৭/৩(ডিক্লেয়ার্ড) এবং বাংলাদেশ দুই ইনিংসে ১৪৯ ও ২৩৪ রান করে। 

চেন্নাই টেস্টে ভারত তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণার পর বাংলাদেশের জয়ের জন্য দ্বিতীয়  ইনিংসে ৫১৫ রান দরকার পড়ে। স্বাভাবিক দৃষ্টিতে বড় টার্গেট স্পর্শ করা বাংলাদেশের জন্য খুবই কঠিন বলে মনে হতে পারে। কিন্তু বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আড়াই দিন বাকি থাকতে এমনভাবে ইনিংস ঘোষণা দেওয়ার নজিরও খুব কম রয়েছে। ওভারে ২ রান করে নিলেই ঐ ৫১৫ রান আড়াই দিনে করা খুব অসম্ভব বলে মনে হয়। 

সেখানে বাংলাদেশ যে ভুলটা করে, তা হলো তাড়াহুড়া করে রান করতে গিয়ে বাংলাদেশ শনিবার তৃতীয় দিনের খেলাশেষে ৪টি উইকেট খুইয়ে বসে, তাও আবার প্রথম সারির। বাংলাদেশ ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান করে। চতুর্থ দিন খেলা শুরু হওয়া পর্যন্ত জিততে ৩৫৭ রান দরকার ছিল বাংলাদেশের। তৃতীয় দিন বাংলাদেশ যদি উইকেটগুলো ধরে রাখতে পারতো, তাহলে দুই দিনে ৩৫৭ রানই নয়, আরও বেশি সংগ্রহ করা সম্ভব হতো।

যাইহোক, চতুর্থ দিনের শুরুটা ভালোই ছিল। কিন্তু ঐ যে দ্রুত রান নেওয়ার প্রবনতা মনে রয়েই যায় ব্যাটারদের। ফলে মধ্যান্যভোজের বিরতির ঠিক আগেই বাকি ছয়টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আর শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল। 

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮২, সাদমান ইসলাম ৩৫, জাকির হোসেন ৩৩, সাকিব আল হাসান ২৫ রান করেন। 

ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৬টি, জাদেজা ৩টি, বুমরাহ ১টি উইকেট লাভ করেন। অশ্বিন এক সেঞ্চুরি ও ৬টি উইকেট লাভ করায় ম্যাচসেরা হন। 

আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।