ভারতের বিপক্ষে প্রথম টেস্ট

হারের আশঙ্কা নয়, জয়ের সুযোগ ছিল বাংলাদেশের

তারিক আল বান্না প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১১:২৩ পিএম
শলা পরামর্শ করছে বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

চেন্নাইয়ে চলছে বাংলাদেশ ও স্বাগতিক ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে সমাপ্তি ঘোষণা করে। এতে বাংলাদেশের জয়ের জন্য দ্বিতীয়  ইনিংসে ৫১৫ রান দরকার পড়ে। প্রথম ইনিংসে ভারত ৩৭৬ ও বাংলাদেশ ১৪৯ রান করে। 

স্বাভাবিক দৃষ্টিতে বড় টার্গেট স্পর্শ করা বাংলাদেশের জন্য খুবই কঠিন বলে মনে হতে পারে। কিন্তু বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আড়াই দিন বাকি থাকতে এমনভাবে ইনিংস ঘোষণা দেওয়ার নজির খুব কম রয়েছে। ওভারে ২ রান করে নিলেই ঐ ৫১৫ রান করা সম্ভব বলে মনে হয়। তাই বলা যায়, হারের আশঙ্কা নয়, বরং জয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল বাংলাদেশের। 

সেখানে বাংলাদেশ যে ভুলটা করে, তা হলো তাড়াহুড়া করে রান করতে গিয়ে বাংলাদেশ শনিবার তৃতীয় দিনের খেলাশেষে ৪টি উইকেট খুইয়ে বসে, তাও আবার প্রথম সারির। বাংলাদেশ ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান করেছে, এখনো জিততে দরকার ৩৫৭ রান। বাকি দুই দিনে ঐ রান করলে জিতবে সফরকারীরা। উইকেটগুলো ধরে রেখে রান যদি আরও ৫০ কম করতো, তাহলেও ফলাফলটা নিজেদের অনুকূলে রাখতে সক্ষম হতো টাইগাররা। 

হাতে এতো সময় থাকতে ওয়ানডে স্টাইলে ব্যাট করার কোন যুক্তি নেই। সামান্য ধৈর্য্য ধরে উইকেটগুলো টিকিয়ে রেখে চতুর্থ ও পঞ্চম দিন খেললে হয়তো বা ইতিহাস গড়ার পথে চলেও যেতে পারতো বাংলা।

মোটকথা, ভারতের দেওয়া ৫১৫ রানের টার্গেটকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি বাংলাদেশ। সেই সঙ্গে ভারতের জয়ের পথ সহজ করে দিয়েছে খোদ বাংলাদেশ দল। বাকি দুই দিন সেই ভুলের মাশুল কিভাবে দেয় বাংলাদেশ, সেটাই দেখার।