ক্রিকেটে ম্যাচ জিততে চাইলে প্রতিপক্ষের চেয়ে তিন বিভাগেই ভালো খেলতে হয়। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করতে পারলে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় যেকোন দলকে। এবার বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য জিততেই হবে এমন ম্যাচে মাঠে নামছে ভারত ও আফগানিস্তান। কিন্তু এই ম্যাচে ভারতের জন্য দুঃসংবাদ কারণ আম্পায়ার রিচার্ড কেটেলবরোর অধীনে খেলা বেশীরভাগ ম্যাচেই হেরেছে কোহলির দল।
এর আগে আইসিসির বিভিন্ন ইভেন্টে কমপক্ষে পাঁচটি নক আউট ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। তার অধীনে সবগুলো ম্যাচই হেরেছে ভারত। এমনকি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা।
আজ রশিদ খানদের মুখোমুখি হওয়ার আগে এসব ভালোই ভাবাচ্ছে ভারতীয়দের।
রিচার্ড কেটেলবরোর অধীনে হারা ম্যাচগুলো হচ্ছে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল - ছ'উইকেটে হার। ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনাল - ৯৫ রানে হার। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল - সাত উইকেটে হার।
এছাড়া ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল- ১৮০ রানে পরাজয়। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল- ১৮ রানে হার। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ– সুপার টুয়েলভের ম্যাচ ৮ উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার।
আজও কি এমনটাই হতে যাচ্ছে?