বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সেমিফাইনাল খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু স্বপ্নকে আর বাস্তবে পরিণত করতে পারেনি টাইগাররা। বিশ্বকাপে হ্যাটট্রিক হারের কারণে দুই ম্যাচ হাতে রেখেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। আজ সান্ত্বনার জয় পেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় পর্বের প্রথম জয় কি আজই পাবে বাংলাদেশ?
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে না থাকায় বাছাইপর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিতে হয়েছে বাংলাদেশকে। এমনকি বাছাইপর্বের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় মূল পর্বে খেলতে পারবে কি না, তা নিয়ে ছিল ধোঁয়াশা। কিন্তু সব উদ্বেগ-উৎকণ্ঠাকে একপাশে রেখে মূল পর্বে ঠিকই জায়গা করে নেয় বাংলাদেশ।
মূল পর্বে টাইগারদের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচ জেতার পর্যায়ে গিয়েই হার নিয়েই মাঠ ছাড়েন সাকিবরা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধ না করেই হার। আর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলেও হার। টানা তিন হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের জন্য এই ম্যাচ নিয়মরক্ষা ছাড়া আর কিছুই না। কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য আজকের ম্যাচ বাঁচা-মরার। সেমিফাইনালে খেলার জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই প্রোটিয়াদের।
এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট যেখানে শূন্য, সেখানে দক্ষিণ আফ্রিকানদের পয়েন্ট চার। গ্রুপের গত তিন ম্যাচে যেভাবে খেলেছে দক্ষিণ আফ্রিকা, সেখানে বাংলাদেশকে হারাবে এমনটা অনুমেয়। বাংলাদেশ কি পারবে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় দিয়ে আজকের ম্যাচকে রাঙাতে। দেখার জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় ৩.৩০ পর্যন্ত।