টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (৩১ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে যায় ভারত। পুরো ২০ ওভার ব্যাটিং করেও স্কোরবোর্ডে মাত্র ১১০ রান তুলতে পেরেছিল তারা। জবাবে ৩৩ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় কিউইরা। এর আগের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে বিব্রতকর ১০ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিরাট কোহলিদের।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতের অর্জনের কোনো গল্প নেই। বরং এ পর্যন্ত যা হলো, তাতে এই টুর্নামেন্ট একপ্রকার ভুলেই থাকতে চাইবেন কোহলিরা। তবে দলের অন্যতম সেরা খেলোয়াড় যশপ্রীত বুমরাহ ব্যর্থতা থেকেই সফলতার উপায় খুঁজে বের করতে চান।
কিউইদের বিপক্ষে ম্যাচের পর বুমরাহ বলেন, “দিন সমান যায় না। খেলোয়াড় অনেক রকম দিনের অভিজ্ঞতাই দেখতে হয়। কী কী ঘটেছে সেটা নিয়ে ভাবব, ভুলগুলো দেখব, কী ঠিকঠাক হয়েছে, সেসবও ভাবনায় থাকবে। তারপর সামনে এগিয়ে যাব।”