টি-টোয়েন্টি বিশ্বকাপ পয়েন্ট টেবিলে কে কোথায়?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৩:২০ পিএম

বিশ্বকাপ শুরু হয়েছে ১৪ দিন হয়ে গেল। এর মধ্যে বাংলাদেশসহ বেশিরভাগ দল ৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। বিশেষ করে গ্রুপ-১-এর সবগুলো দলই ৩টি করে ম্যাচ খেলেছে। অন্যদিকে গ্রুপ-২-এর পাকিস্তান ৩টি ম্যাচ খেলেছে। এছাড়া আফগানিস্তান ও স্কটল্যান্ড খেলেছে ২টি করে ম্যাচ। অন্যরা খেলেছে এক ম্যাচ করে।

গ্রুপ-১-এ ৩ ম্যাচের ৩টিতেই জিতে সেমি ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ইংল্যান্ড। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে সমান ম্যাচে ২ টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সমান ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তিনে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও ২ করে। তবে রান রেটে গিয়ে চারে শ্রীলঙ্কা, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। আর ৩ ম্যাচ খেলে একটিও জয় না পাওয়া বাংলাদেশ আছে টেবিলের তলানিতে। 

গ্রুপ-২-এ একমাত্র দল হিসেবে ৩ ম্যাচ খেলা পাকিস্তান শতভাগ জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে গ্রুপ টেবিলের শীর্ষে। তাদের সেমি ফাইনালও প্রায় নিশ্চিত। অন্যদিকে ২ ম্যাচে এক জয় নিয়ে দুইয়ে আছে আফগানিস্তান। নামিবিয়ার পয়েন্টও ২, কিন্তু রানরেটে পিছিয়ে তিনে অবস্থান করছে তারা। অন্যদিকে একটিও জয় না পাওয়া নিউজিল্যান্ড, ভারত ও স্কটল্যান্ড আছে যথাক্রমে ৪, ৫ ও ৬ নম্বরে।

গ্রুপ-১

দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
ইংল্যান্ড ৩.৯৪৮
দক্ষিণ আফ্রিকা ০.২১০
অস্ট্রেলিয়া -০.৬২৭
শ্রীলঙ্কা -০.৩৫০
ওয়েস্ট ইন্ডিজ -১.৫৯৮
বাংলাদেশ -১.০৬৯

 

 

 

 

 

 

গ্রুপ-২

দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
পাকিস্তান ০.৬৩৮
আফগানিস্তান ৩.০৯২
নামিবিয়া ০.৫৫০
নিউজিল্যান্ড -০.৫৩২
ভারত -০.৯৭৩
স্কটল্যান্ড -৩.৫৬২

দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমি ফাইনালে যাবে।