বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এ ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে অজিরা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে।
লঙ্কানরা জিতেছে বাংলাদেশের বিপক্ষে আর দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাই দুই দলেরই চাওয়া থাকবে আজকের ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করা।
অপরিবর্তিত একাদশে নিয়ে মাঠে নেমেছে অজিরা। আর বিনুরা ফার্নান্দোর পরিবর্তে রহস্য স্পিনার মহেশ থিকশানাকে একাদশে ফিরিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকশানা।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।