ডি‍‍`ককের বিষয়ে মুখ খুললেন বাভুমা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৬:৩০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুইন্টন ডি’ককের না খেলা নিয়েই শুরু হয়েছে আলোচনা। অনেকের ধারণা খেলা শুরুর আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হাঁটু মুড়ে বসতে চান না বলেই খেলেননি ডি কক। ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে ম্যাচের আগে জানা যায় ব্যক্তিগত কারণেই নাকি খেলছেন না তিনি। এবার এ বিতর্ক নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।  

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উঠে আসে ডি’কক বিতর্ক। এ সময় দলের অধিনায়ক বাভুমা বলেন, “দল হিসেবে এই খবর আমাকে স্তম্ভিত করেছে। ডি’কক খুব বড় ক্রিকেটার। অধিনায়ক হিসেবে এমন কিছুর মুখোমুখি হতে হবে ভাবিনি।” 

ডি’ককের না খেলার সিদ্ধান্তকে সম্মান জানান বাভুমা। বাভুমা বলেন, “ডি’কক একজন প্রাপ্তবয়স্ক। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই।”

তবে এমন কান্ডে ডি ককের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে বাভুমা বলেন, “আমি যত দূর জানি, ও এখনও দলের খেলোয়াড়। তাকে যেকোনও রকম সাহায্য করতে তৈরি আমরা। আমরা ওর পাশে থাকব। যেকোনও রকম আলোচনা করতেও রাজি আছি।”

বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকানরা।