কী আছে ডি ককের ভাগ্যে?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৪:৫১ পিএম

বিশ্বকাপে বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ না করে হঠাৎ আলোচনায় এসেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি কক। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে হাঁটু গেড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্সে’র সঙ্গে সংহতি জানাতে অস্বীকৃতি জানান ডি কক। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড হাঁটু গেড়ে সবাকে বাধ্যতামূলক করলে ম্যাচ খেলতেই অস্বীকৃতি জানান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড থেকে নির্দেশিকা আসে—ম্যাচের ক্রিকেটারদের সবাইকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য হাঁটু গেড়ে বসতে হবে। কিন্তু ডি কক বোর্ডের এই নির্দেশ মেনে খেলতে রাজি নন। 

এরপর দক্ষিণ আফ্রিকার বোর্ড জানিয়েছে, ডি কক বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম নন। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ডিককের এমন কাণ্ডে দক্ষিণ আফ্রিকার দলে তার ভবিষ্যৎই নিয়েই প্রশ্নে উঠেছে। অনেকই মনে করছেন, হয়তো আর প্রোটিয়া জার্সিতে দেখা যাবে না এই উইকেটকিপার-ব্যাটারকে। সেই দলে আছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলেও।

এক টুইটে ভোগলে লিখেছেন, “ডি কক ইস্যু নিয়ে সর্বশেষ কিছু জানতে পারিনি। আমি অবাক হব না যদি দক্ষিণ আফ্রিকা দলে তাকে আর না দেখি।”