মাশরাফির সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না গিবসন 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৫:১৬ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হাতছাড়া হওয়ার পর সবাই যখন ক্যাচ মিস আর বোলিংকে দোষছিল তখন সবার নজর অন্যদিকে নিয়ে আসেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলের কোচিং স্টাফদের কাজ নিয়ে প্রশ্ন তুলেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক। মাশরাফির এ কড়া মন্তব্য সামনে আসে টাইগারদের বোলিং কোচ ওটিস গিবসন। তবে দলের বাইরের এসব কথা বা মন্তব্য নিয়ে ভাবছেন না কোচ গিবসন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ আসর শুরু করেছিল বাংলাদেশ। তারপর টানা দুই ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নেয় টাইগাররা। তবে মূল পর্বে এসে ম্যাচে বড় রান করেও লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারে মাহমুদউল্লাহরা। এ ম্যাচে হারের পর দলের কোচদের নিয়ে কড়া মন্তব্য করেছেন মাশরাফি। 

মাশরাফির কথার উত্তরে টাইগারদের বোলিং কোচ ওটিস গিবসন বলেন, ‘এটা নিয়ে আমার কোনো ভাবনাই নেই। দলের বাইরে কে কী বলছে। এটা নিয়ে আমাদের কারোরই এখন আগ্রহ বা ভাবনা নেই। আমরা জানি দলের কোচ হিসেবে আমরা এখানে কী করতে এসেছি। তাই দলের বাইরে কে কী বলল তা কোনো ভূমিকা রাখছে না।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৪.০০টায় শুরু হবে ম্যাচটি। 

আরও সংবাদ