শনিবার সুপার টুয়েলভের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারিবিয়রা। টি-টোয়েন্টিতে বরাবরই ওয়েস্ট ইন্ডিজ শক্ত প্রতিদ্বন্দ্বী। ইংলিশদের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজরে সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি দাবী করেছেন, এবারও শিরোপার অন্যতম দাবীদার ক্যারিবিয়ারা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বদ্রি। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ দল ম্যাচ উইনারে ভর্তি। যাদের যেকোনো একজনই একাই ম্যাচ জেতাতে সক্ষম। বদ্রি বলেছেন, “অনেকেই ওয়েস্ট ইন্ডিজকে ফেভারিট মনে করে। আমি মনে করি এটা ঠিক আছে। কারণ তাদের (ওয়েস্ট ইন্ডিজ) লাইন আপে অনেক ম্যাচ উইনার আছে। তাদের যেকোনো খেলোয়াড় একাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। এদের মধ্যে অভিজ্ঞ ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো মতো কয়েকজন আছেন, যারা যারা চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে পারে।”
২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রসঙ্গ টেনে বদ্রি আরো বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ আত্মবিশ্বাস থাকবে। তারা বর্তমান চ্যাম্পিয়ন এবং তারা ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছিল। তার সুপার টেনের প্রথম ম্যাচেও ইংলিশদের হারিয়েছিল। ওই ম্যাচে গেইল দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিল।”
অবশ্য ইংল্যান্ড দরকেও শক্তিশালী মানছেন টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬ উইকেট নেওয়া ত্রিনিদাদের এই লেগ স্পিনার। তার আরো দাবী, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের জয়ী দল সেমি ফাইনালে যাবে, “তাদেরও দলটা দুর্দান্ত। ক্রিজ জর্ডান ও আদিল রশিদের মতো অভিজ্ঞ বোলার রয়েছে। আমি মনে করি, ওই ম্যাচের জয়ী দল সেমি ফাইনালে যেতে পারবে।”