টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ৮৪ রানের বড় ব্যবধানে জয় নিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে টাইগাররা। তবে পরের রাউন্ডে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে, এটা জানতে অপেক্ষা করতে হয়েছিল ওমান-স্কটল্যান্ডের ম্যাচের জন্য। ওমানকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে স্কটিশরা।
এর ফলে বাংলাদেশ পরের রাউন্ডে খেলবে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে। কারণ, এ গ্রুপে রয়েছে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলও ছাড়াও রয়েছে একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এছাড়া প্রথম রাউন্ড থেকে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কারই খেলার সম্ভাবনা বেশি।
বাংলাদেশের খেলার সূচি
২৪ অক্টোবর—প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বিকেল ৪টা (শারজাহ)
২৭ অক্টোবর—প্রতিপক্ষ ইংল্যান্ড, রাত ৮টা (আবুধাবি)
২৯ অক্টোবর—প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৪টা (শারজাহ)
২ নভেম্বর—প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, রাত ৮টা (আবুধাবি)
৪ নভেম্বর—প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বিকেল ৪টা (দুবাই)
সেমিফাইনাল নিশ্চিত করতে না পারলে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা ৪ নভেম্বরই শেষ হয়ে যেতে পারে।