জয় দিয়ে মিশন শুরু করল ওমান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৭:০৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়েই নিজেদের মিশন শুরু করল ওমান। পাপুয়া নিউ গিনির দেওয়া ১৩০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৩৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দুই ওপেনারের হাফ সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  

বিশ্বকাপের উদ্বোধনী এ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। অধিনায়ক আসাদ ভালার ৫৬ ও চার্লস আমিনির ৩৭ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৯ রান তুলতে পারে পাপুয়া নিউ গিনি। ওমানের অধিনায়ক জিশান মাকসুদ ২০ রানের বিনিয়মে নেন চার উইকেট। 

১৩০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওমানের দুই ওপেনার। ওমানের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে আসেন আকিব ইলিয়াস ও জতীন্দের সিং। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখা যায় ওমানের ব্যাটসম্যানদের মধ্যে। দুই জনই চালিয়ে খেলতে থাকেন। পাপুয়া নিউ গিনির বোলাররা তেমন কোনো পরীক্ষার মধ্যে ফেলতে পারেননি ওমানের ব্যাটসম্যানদের। 

একটি ছয় ও পাঁচটি চারের মাধ্যমে ৪৩ বলে অপরাজিত ৫০* রান করেন আকিব ইলিয়াস। 

এছাড়া অন্য ওপেনারও তুলে নেন ফিফটি। ৪২ বলে অপরাজিত ৭৩* রানের ইনিংস খেলেন জতীন্দের সিং। চারটি ছয় ও সাতটি চারের মাধ্যমে এ রান করেন তিনি। 

১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে ওমান। 

আরও সংবাদ