বিশ্বকাপ বাছাইপর্ব

নেইমার-জাদুতে উড়ে গেল উরুগুয়ে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ১০:১৬ এএম

নিজের সেরা ছন্দে থাকলে নেইমার কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, গতকাল সেটাই চাক্ষুষ করল উরুগুয়ে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার সকালে মুখোমুখি হয়েছিল দুই দল। আগের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা ব্রাজিল এদিন যেন ছিল ক্ষুধার্ত বাঘ। আর প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে নেইমার আরেকবার নিজের জাত চেনালেন বিশ্বকে। দুর্দান্ত নেইমারে চড়ে উরুগুয়েকে ৪-১ গোলে হারাল ব্রাজিল।

এদিন নিজে গোল করেছে, করিয়েছেন সতীর্থদের দিয়ে, সেই সঙ্গে আরও অনেক গোলের সুযোগ তৈরি করেছেন নেইমার। দলের হয়ে প্রথম গোলটিও আসে নেইমারের পা থেকে। এরপর জোড়া গোল করেন রাফিনিয়া। চতুর্থ গোলটি করেন গ্যাব্রিয়েল বারবোসা। অন্যদিকে উরুগুয়ের একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ।

এদিন ম্যাচজুড়ে ৫৫ শতাংশ সময় বল দখলে রেখেছিল ব্রাজিল। প্রতিপক্ষে গোলমুখে নিয়েছিল ২২টি শট, যার ১৩টিই ছিল লক্ষ্যে। এর মধ্যে ম্যাচের দশম মিনিটে প্রথম গোলটি পায় ব্রাজিল। ফ্রেদের বাড়ানো বল থেকে গোলটি করেন নেইমার। তার আট মিনিট পর নেইমারের পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন রাফিনিয়া। ম্যাচের ৭৭ মিনিটে উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি সুয়ারেজ। চলতি আসরে এই প্রথম ব্রাজিলের জালে বল ঢুকল। ম্যাচের ৮২ মিনিটে উরুগুয়ের জালে চতুর্থ ও শেষ পেরেকটি ঠোকেন বারবোসার।

এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান সংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা।