দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেট ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। এবার শারীরিক অবস্থার অবনতি রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে তাকে। তার পরিবার থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। এরপর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু গত জানুয়ারিতে এমআরআই করার পর পুরনো টিউমার আবারও নতুন করে বাড়ছে। এরপর থেকে আবার কেমোথেরাপি দেওয়া শুরু হয়েছে। টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিলেপসি দেখা দিয়েছে তার।
রুবেলকে আইসিইউতে ভর্তি করার বিষয়ে তার স্ত্রী চৈতি ফারহানা বলেছেন, 'সবাই দোয়া করবেন। ওকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সন্ধ্যা ৭টায় ভর্তি করা হয়েছে।’
এদিকে মোশাররফ রুবেলের আইসিইউতে ভর্তির খবরে হাসপাতালে ভিড় জমাচ্ছেন সাবেক ও বর্তমান সতীর্থরা। অনেকে তার জন্য দোয়া চেয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মোশাররফ রুবেল, বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি। ব্যাট-বল ধরার প্রয়োজন নেই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দিন।’