ভারত-পাকিস্তান ম্যাচ কে জিতবে জানালেন আফ্রিদি 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৫:৩৩ পিএম

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। আসন্ন এ বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিশ্বকাপ ছাড়া ভারত পাকিস্তানের দেখা হয় খুব কমই। এবারও বিশ্বকাপেই দেখা হবে এই চিরপ্রতিদ্বন্ধীর। এই ম্যাচে কে জিতবে তা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 

পাকিস্তান দলে হয়েছে একাধিক পরিবর্তন। শোয়েব মালিক, সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির তাদের দলে নিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমন কথা অবশ্য জানিয়েছেন এক টুইটে। 

এক টুইটে আফ্রিদি লেখেন, ‘টি২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে অনেক বড় দায়িত্ব পালন করবে ও।’ 

সোহেব মাকসুদ চোট পাওয়ায় শোয়েবকে দলে নিয়ে এসেছে পাকিস্তান। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ১৫ সদস্যের ফিরেছেন সরফরাজ আহমেদ, হায়দার আলি এবং ফাখার জামান।

টি২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচটি হবে ২৪ অক্টোবর। এই ম্যাচে কে জিতবে সে বিষয়ে আফ্রিদির বলেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। যে দল চাপ সামলাতে পারবে তার সুযোগ থাকবে এই ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই জিতবে এই ম্যাচ।”

বিশ্বকাপের মতো বড় মঞ্চে মোট ১২ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। অবশ্য প্রতি ম্যাচেই হেরেছে পাকিস্তান। টি২০ বিশ্বকাপেও ভারত ৫-০ তে এগিয়ে।

আরও সংবাদ