প্রথমবারের মতো ডিআরএস বিশ্বকাপে 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৪:২৮ পিএম

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের বৈশ্বিক আসর। মেগা এ ইভেন্টে প্রথমবারের মতো থাকছে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস)। এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হওয়া এ বিশ্বকাপে প্রতিটি দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দুটি করে রিভিউ ব্যবহার করতে পারবে। গত বছরের জুনে আইসিসির গভর্নিং বডি জানিয়েছিল যে কম অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়াররা দায়িত্ব পালন করতে পারে, সে জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। 

আইসিসির ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল না ডিআরএস। ওয়ানডে ও টেস্টে এখন যথাক্রমে দুটি ও তিনটি করে রিভিউ নিতে পারে প্রতিটি দল। 

এছাড়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য ন্যূনতম ওভারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে প্রতিটি দলকে সর্বনিম্ন পাঁচ ওভার ব্যাট করতে হবে। 

তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে আলাদা নিয়ম। এই ম্যাচগুলোতে প্রতিটি দলকে কমপক্ষে ১০ ওভার ব্যাট করতে হবে। তবে এবারই প্রথম এই নিয়ম দেখা যাচ্ছে না। গত বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমনটা দেখা গিয়েছিল। 

১৬ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৫টি। ১৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর। 

আরও সংবাদ