ন্যাপকিন পেপারে চুক্তির পর থেকে কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সেই ২১ বছরে ক্লাবের অর্জনের খাতা করেছেন সম্বৃদ্ধ। নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের একজনের কাতারে। প্রিয় ক্লাব বার্সার আর্থিক টানা পোড়েনসহ বিভিন্ন কারণেই বার্সা ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
চলতি মৌসুমে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী। বার্সার সঙ্গে এত বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসে নাকি ভুল করেননি মেসি। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে এমন কথাই জানিয়েছেন তিনি।
প্রায় দুই মাস হতে চলল যোগ দিয়েছেন পিএসজিতে। এর মধ্যে পিএসজির হয়ে কয়েকটি ম্যাচ খেলে ফেললেও ফ্রান্সের কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি মেসি। অবশেষে সাক্ষাৎকার দিয়েছেন ফরাসি ফুটবল ম্যাগাজিনকে।
মেসির সেই সাক্ষাৎকারের একটা ট্রেইলার প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। পুরো সাক্ষাৎকারটা প্রকাশ করেনি তারা। আগামী শনিবার (৯ অক্টোবর) প্রকাশিত হবে পুরো সাক্ষাৎকার।
সে ট্রেইলারে মেসি বলেন, ‘আমি পিএসজিতে যোগ দিয়ে কোনো ভুল করিনি।’
এদিকে মেসিকে ছাড়া খুব একটা ভালো অবস্থানে নেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি কোমানের দল। আর লিগে সাত ম্যাচ খেলে রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে।
এদিকে ঘরোয়া লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গায় দুর্দান্ত গতিতে ছুটছে পিএসজি।