সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের দৌড়ে নাসুম

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৫:০৬ পিএম

ফুটবলের মতো ক্রিকেটেও মাসসেরার পুরস্কারে খেলোয়াড়দের পুরস্কৃত করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। 

তৃতীয় বাংলাদেশি হিসেবে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত হলেন নাসুম। এর আগে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছিলেন। 

নাসুম আহমেদের সঙ্গে মনোনীত হওয়া বাকি দুইজন হলেন নেপালের স্পিনার সন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রা।

টাইগার এই স্পিনার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। সেপ্টেম্বরে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন নাসুম। বাংলাদেশ সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে।

নারী ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন, হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজলি লি।

আইসিসির নিরপেক্ষ ভোটিং একাডেমির ভোট এবং বিশ্বব্যাপী সমর্থকদের ভোটে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে।

আরও সংবাদ