হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন পেলে 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৭:৩১ পিএম

সম্প্রতী কোলন কোলন টিউমার ধরা পড়ার পর ৪ সেপ্টেম্বর তার অস্ত্রোপচার করা হয় পেলের। এরপর থেকেই ছিলেন আইসিউইতে। এখন সুস্থ হওয়ার পথে এই ব্রাজিলিয়ান লিজেন্ড। তাই তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্টো। 

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর, বাড়িতেই বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠবেন ব্রাজিলিয়ান লিজেন্ড। 

পেলের মেয়ে কেলি বলেন, “অনেকটা শক্তি ফিরে পেয়েছে বাবা। হাসপাতাল থেকে ফিরে বাড়িতেই চিকিৎসা হবে।”

তবে পেলেকে কবে ছাড়া হবে, তা নির্দিষ্ট করে জানাননি কেলি। তিনবারের বিশ্বকাপজয়ী লিজেন্ডের বয়স ৮০ বছর।

বিশ্বে করোনার প্রভাব ছড়িয়ে পড়ার পর থেকে পেলেকে জনসমক্ষে আর দেখা যায়নি।

বাবার চিকিৎসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কেলি। বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে পেলের। কোমরে সমস্যা রয়েছে। কোনও সাহায্য ছাড়া হাঁটা তার পক্ষে অসম্ভব।

কয়েকদিন আগে হাসপাতালের বেডে বসে গান গাইতে দেখা যায় পেলেকে। সেই গান সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেন পেলের মেয়ে কেলি। 

আরও সংবাদ