আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে কাঙ্ক্ষিত পদের জন্য প্রার্থীরা শুরু করেছেন তোড়জোড়। তবে এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির আসন্ন নির্বাচনে কোনো প্যানেল নেই। এমনকি সভাপতিও কোনো প্যানেল থেকে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন জালাল ইউনুস।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, ‘এবার লেভেল প্লেয়িং ফিল্ড। যে কেউ নির্বাচন করতে পারে কারণ কোনো প্যানেল নেই। মাননীয় সভাপতিও তো বলেছেন ওনারও কোনো প্যানেল নেই। যেকোনো কাউন্সিলর নির্বাচন করতে পারবেন। অনেকে স্বাধীনভাবে এসেছেন, প্যানেল না থাকলেও নিজেদের যোগ্যতায় নির্বাচন করতে চাচ্ছেন। নির্বাচন হবে, এটা ভালো তো। আনন্দের বিষয়।’
এবারের নির্বাচনে দেখা যাবে অনেক নতুন মুখ। তাদের অংশগ্রহণে আনন্দিত বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। বলেন, ‘ভেরি গুড। এটা তো ইতিবাচক। অনেকেই সংগঠন থেকে এসেছেন। তারা মনে করছেন বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখতে পারবেন, সেজন্য আসতে চাচ্ছেন। আমরা তো স্বাগত জানাব। তারা ক্রিকেটে অবদান রাখলে, এটা অবশ্যই প্রশংসনীয়।’
এবার ৩ ক্যাটাগরিতে পরিচালক পদ ২৩টি, আর এর জন্য প্রার্থী আছেন ৩২ জন।