‘চ্যালেঞ্জ আমি সবসময় পছন্দ করি’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৯:৩৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি। এরই মধ্যে অনেকেই মনোনয়নপত্র কিনে রেখেছেন চমক। এবার ক্যাটাগরি-৩ থেকে মনোনয়নপত্র কিনেছেন ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। তার প্রতিপক্ষ বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সুজনের মতে শক্ত প্রতিপক্ষ পাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। 

বিসিবির বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এটাই স্বাভাবিক। কেউ না কেউ দাঁড়াবে- এটাই প্রত্যাশিত। ফাহিম ভাই আমার কোচ, অনেক সিনিয়র। বিসিবির ডেভেলপমেন্ট বিভাগে উনি আবার আমার অধীনে ছিলেন। চ্যালেঞ্জ আমি সবসময় পছন্দ করি। ভালো একটা নির্বাচন হবে, আমি খুশি। ফাহিম ভাইইয়ের সাথে আমার কথা হয়েছে, দেখাও হয়েছে।’

অনেকদিন ধরেই বিসিবির সঙ্গে কাজ করছেন তিনি। সুজন বলেন, ‘যারা কাউন্সিলর তারা মূল্যায়ন করবেন। এর আগে লিপু ভাইয়ের সাথে নির্বাচন করার অভিজ্ঞতা আমার আছে। তখন তো নতুন ছিলাম। বোর্ডে গত ৮ বছর কাজ করেছি। যদি আবার জিতি তাহলে এর ভালো মূল্যায়ন হবে। না জিতলে সেটাও বুঝতে পারব কেন জিততে পারিনি।’ 

স্বচ্ছ নির্বাচন চান সুজন। বলেন, ‘নির্বাচনে দাঁড়ানো সবার অধিকার। কাউন্সিলরদের যে কেউ নির্বাচন করতে পারেন। আমরা চাই স্বচ্ছ নির্বাচন হোক। নতুন চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। নতুন কেউ আসলে ভালো হবে না কিংবা পুরনোরা থাকলে এগোবে না এমন নয়।’

এদিকে সাকিব, মুশফিকদের কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সত্যি বলতে কি আমি এর আগেও দুবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল (নির্বাচন করার) তবে আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করেছিলাম। আমার মনে হয় এত দিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেল কিছু কাজ করার চেষ্টা করেছি।’

আরও সংবাদ