মায়ের ইচ্ছা কি পূরণ করতে পারবেন রোনালদো?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৩:৫৫ পিএম

ছেলেকে প্রিয় ক্লাবের জার্সিতে দেখতে চান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর মা ডলোরেস আভেইরো। পরিবারের কাউকে প্রিয় ক্লাব স্পোর্টিং সিপিতে দেখতে চান রোনালদোর মা। যদি ম্যানচেস্টার ইউনাইটেডে অবসর গ্রহণ করেন রোনালদো তাহলে তার নাতিকে (রোনালদোর ছেলে) দিয়েই নিজের ইচ্ছা পূরণ করতে চান রোনালদোর মা।

মৃত্যুর আগে রোনালদোর মা আভেইরোর ইচ্ছা যে তিনি পরিবারের সদস্যদের আবার সবুজ ও সাদা ডোরাকাটা জার্সিতে দেখবেন। 

রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানিনহোর বয়স এখন ১১ বছর। তার মা দাবি করেছেন, এই বয়সে ক্রিস্টিয়ানিনহো তার বাবার চেয়ে ভালো ফুটবল খেলে। তবে ক্রিস্টিয়ানিনহো যদি তার দাদির স্বপ্ন পূরণ করে তাহলে তিনি অবাকই হবেন। 

ছেলের স্পোর্টিংয়ে ফিরে আসার ব্যপারে এডিএন ডি লিও পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে আভেইরো বলেন, “রোনালদোকে এখানে (স্পোর্টিংয়ে) ফিরে আসতে হবে, আমার জন্য সে এখানেই থাকবে। সে স্পোর্টিংয়ের খেলা দেখতে পছন্দ করে। আমি ইতিমধ্যে তাকে বলেছি, পুত্র মারা যাওয়ার আগে আমি তোমাকে স্পোর্টিংয়ের জার্সিতে দেখতে চাই।”

রোনালদো না আসলে নাতিকে দিয়ে ইচ্ছা পূরণ করতে চান ডলোরেস আভেইরো। বলেন, “দেখা যাক কী হয়। যদি রোনালদো না আসে তাহলে তার ছেলে ক্রিস্টিয়ানিনহো আসবে। তার সমান বয়সে তার বাবা যেমন খেলে, তার থেকে সে ভালো খেলে। সে সময় রোনালদোর কোচ ছিল না। কিন্তু এখন রোনালদো তার ছেলের কোচ হিসেবে কাজ করছে।”  

২০০২-০৩ মৌসুমের স্পোর্টিং সিপি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলে আবার ম্যানইউতে ফিরেছেন রোনালদো। এখন দেখা যাক রোনালদো তার মায়ের ইচ্ছা পূরণ করতে পারেন কি না? 

আরও সংবাদ