টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অবসরে যাওয়ার পর দলে মেন্টর হিসেবে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলে জায়গা হারিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল।
যুজবেন্দ্র চাহাল জায়গা হারালেও দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া সুরিয়াকুমার যাদব, বরুণ চক্রবর্তী, আক্ষর প্যাটেল রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
দলে অধিনায়ক হিসেবে থাকছেন বিরাট কোহলি।
বিশ্বকাপে ভারত খেলবে পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং প্রথম রাউন্ডে উত্তীর্ণ হওয়া দেশের বিপক্ষে।
বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিশভ পান্ত, ইশান কিষান, সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ।
স্ট্যান্ড বাই
শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।