পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড়ে মঈন খানের ছেলে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:০৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড় ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এ স্কোয়াড়ে স্থান পেয়েছেন ৪০ বছর বয়সী মোহাম্মদ হাফিজ। তবে স্কোয়াড়ে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। 

সোমবার (৬ সেপ্টেম্বর) স্কোয়াড় ঘোষণা করে পিসিবি। দলে অধিনায়ক হিসেবে থাকবেন বাবর আজম। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন অলরাউন্ডার শাদাব খান। 

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খান। এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছেন ফখর জামান, শাওনেওয়াজ দহনি ও উসমান কাদির।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, আজম খান (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মাকসুদ।