রাতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৯:৫৯ পিএম

লাতিন আমেরিকার বিশ্বকাপের বাছাইয়ে সোমবার (রোববার দিবাগত রাত) মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১ টায় ব্রাজিলের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মেসি ও নেইমারে মধ্যে দৈরত দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। সেখানে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা। 

এবার কী তাহলে সে ম্যাচের প্রতিশোধ নিতে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 

দুই দলের প্রথম ও শেষ দেখায় দুই ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। ১৯১৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রথম দেখা হয়েছিল দুই দলের। সে ম্যাচ ৩-০ তে জিতেছিল আর্জেন্টিনা। এরপরে লাতিন আমেরিকার দুই পরাশক্তির মুখোমুখি হয়েছে ১০৩ বার। যার মধ্যে দুই দলেরই জয় ৩৯ ম্যাচে। বাকি ম্যাচগুলো হয়েছে ড্র।