‘এমবাপ্পে আমাকে পিএসজি ছাড়ার বিষয়ে কিছুই বলেনি‍‍’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৯:৪৯ পিএম

বর্তমান ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়ার কথা। কিন্তু এমবাপ্পের এই মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যাওয়া হচ্ছে না। রিমসের বিপক্ষে দলের একাদশে থাকবেন তিনি। এমনটাই জানিয়েছেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। 

রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য ১৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলেন পিএসজিকে। কিন্তু তা প্রত্যাখ্যান করে দিয়েছে পিএসজি। এমবাপ্পেকে বিক্রি করার জন্য ২২০ মিলিয়ন ইউরো চাচ্ছে ফ্রান্সের ক্লাবটি। 

এর আগে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো বলেছেন যে এমবাপ্পে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু কোচ পচেত্তিনো বলেছেন যে, এমবাপ্পে তাকে ক্লাব ছাড়ার কথা বলেননি। 

রিমসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পের ক্লাব ছাড়ার বিষয়ে পিএসজির কোচ পচেত্তিনো বলেন, ‘না, তিনি আমাকে পিএসজি ছাড়ার বিষয়ে কিছুই বলেননি।’

এমবাপ্পে রিমসের বিপক্ষে খেলবেন কি না, তা জানতে চাইলে পচেত্তিনো বলেন, ‘কিলিয়ান আগামীকালের ম্যাচে খেলার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছে।’ 

‘পিএসজিতে এমবাপ্পের পরিস্থিতি নিয়ে আমাদের সভাপতি ও ক্রীড়া পরিচালকের অবস্থান খুবই স্পষ্ট।’

এমবাপ্পে, নেইমার ও মেসি রিমসের বিপক্ষে একাদশে থাকবেন জানিয়ে কোচ বলেন, ‘তারা ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছে এবং আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। আমরা এখনো স্কোয়াডের নাম ঘোষণা করিনি। তারা অবশ্যই স্কোয়াডের অংশ হবে, কিন্তু আমরা এখনো জানি না যে তারা শুরু থেকে খেলবেন কি না।’