ইনিংস ব্যবধানে হারল ভারত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৫:৫৮ পিএম

আবারও লজ্জার রেকর্ড গড়লো সফরকারী ভারত। ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে ইনিংস ও ৭৬ রানে হেরেছে ভারত। প্রথম ম্যাচ ড্র হওয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে  এখন ১-১ সমতা বিরাজ করছে। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমেই জিমি আন্ডারসনের বোলিং তুপে পড়ে ভারত। ৪১ ওভার ব্যাট করে মাত্র ৭৮ রানেই অলআউট হয় বিরাট কোহলির দল। আন্ডারসন ও ওভারটন নেন তিনটি করে উইকেট। 

নিজের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ররি বার্নসের ৬১, হাসিব হামিদের ৬৮, ডেভিড মালালের ৭০ ও অধিনায়ক জো রুটের ১২১ রানে ভর করে ৪৩২ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামী। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৮ রানে অলআউট হয় ভারত। রোহিত শর্মা ৫৯, বিরাট কোহলি ৫৫ ও পূজারা করেন ৯১ রান। পাঁচ উইকেট নিয়েছেন ওলে রবিনসন।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে ভারত। আর তৃতীয় ম্যাচে এসে ইনিংস ও ৭৬ রানে হারল ভারত।  

আরও সংবাদ