এমনিতেই ঋণে জর্জরিত স্প্যানিশ ক্লাব বার্সোলোনা। বার্সার ইতিহাসে সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দলে রাখতে পারেননি টাকার কারনেই। তাই ক্লাব নিজেদের ঘাড় থেকে ঋণের বোঝা কমাতে খেলোয়াড় বিক্রি করছে না হয় ধারে কোথাও পাঠাচ্ছে। এবার বার্সা ছাড়ছেন ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। এমন তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ডায়ারিও স্পোর্ট।
ডায়ারিও স্পোর্টের তথ্য অনুযায়ী, বর্তমান ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই স্যামুয়েল উমতিতিকে বিক্রি করতে রাজি বার্সোলোনা।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, বিশ্বকাপজয়ী এ ডিফেন্ডারকে কিনতে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে ফ্রান্সের ক্লাস নিস ও মোনাকো।
উমতিতির অবশ্য একটি চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবের জন্য অপেক্ষা করছে। যদি তা না হয় তাহলে বার্সা তাকে ফ্রি এজেন্টে কোথাও যেতে দিবে।
তারমানে যে করেই হোক বার্সা চাইছে তাদের ঘাড় থেকে উমতিতিকে সরাতে।