অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেই আয়ারল্যান্ড বড় ধাক্কা খেয়েছে। দলের স্পিডস্টার ক্রেইগ ইয়ং দীর্ঘ সময়ের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। তার বদলে ৩১ বছর বয়সী গ্রাহাম হিউম দলের সাথে যোগ দিলেন।
হিউম এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং গত জুন মাসে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে।
আইরিশ দলের বোলিং বিভাগের মূল ভরসার একজন ইয়াং। এখন পর্যন্ত ৫৩টি টি-টোয়েন্টিতে দলের হয়ে খেলেছেন তিনি। ওভার প্রতি ৭.৯১ রান দিয়ে উইকেট নিয়েছেন ৫৫টি।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’ এ খেলবে। ১৭ অক্টোবর হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের মাধ্যমে তাদের অভিযান শুরু হবে। প্রথম রাউন্ডের মূল ম্যাচের আগে তারা দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে এবং ১৩ অক্টোবর মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। দলটি ৯ অক্টোবর মেলবোর্নের উদ্দেশ্যে রওয়ানা হবে।
আয়ারল্যান্ড ২০২১ সালের টি-টোয়েন্টি টুর্নামেন্টেও অংশগ্রহণ করেছিল। কিন্তু গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জন করায় তারা সুপার টুয়েলভ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, হ্যারি টেক্টর , লোরকান টাকার ও গ্রাহাম হিউম।