নারী এশিয়া কাপে টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মাঠে নেমেছিল থাইল্যান্ড ও মালয়েশিয়ার মেয়েরা। মালয়েশিয়াকে ৫০ রানে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে নিয়েছে থাই নারীরা।
টস জিতে মালয়েশিয়া প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়। দলের ১৫ রানে প্রথম উইকেট হারায় তারা। নথকান চনথাম ১০ রানে আউট হন। তবে আরেক ওপেনার নান্নাপাট কনচরোয়েঙ্কাই অধিনায়ক নারুয়েমল চাইওয়াইকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন। দলের ৭১ রানে অধিনায়ক ৩৬ বলে ২৮ রানে বিদায় হন। আর ২১ রান যোগ করে নান্নাপাট ৪৫ বলে ৪১ রানে আউট হন। বাকি ব্যাটারদের মধ্যে চানিদা সুত্তিরুয়াং ২০ বলে ২৪ রান করেন। থাইল্যান্ডের ইনিংস থামে ৫ উইকেটে ১১৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় মালয়েশিয়া। বিদায় হন ওপেনার ওয়ান জুলিয়া। দলের ২১ রানে এলসা হান্টারও আউট হন। একই রানে পতন ঘটে মাশ এলিসার উইকেটও। অধিনায়ক উইনিফ্রেড ডুরাইজিংগাম ও মাহিরাহ ইজ্জাতি ইসমাইল দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন। তবে ৪৬ রানে অধিনায়ক ফেরত যান।
আর ৫ রান যোগ হতেই পরের উইকেটের পতন ঘটে। মাহিরাহ`র ১৭ রান বাদে বাকি ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় মালয়েশিয়ার ইনিংস থামে মাত্র ৬৫ রানে, ৮ উইকেটে। থাইল্যান্ড জয় পায় ৫০ রানে।
মালয়েশিয়াকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতেছে থাইল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচ হারার পর শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে দলটি।